• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

স্কুলের টিন বিক্রি করতে গিয়ে হাতেনাতে প্রধান শিক্ষক আটক

আপডেটঃ : সোমবার, ২১ মে, ২০১৮

রংপুর অফিস॥
রংপুরের বদরগঞ্জে স্কুলের টিন চুরি করে বিক্রি করতে গিয়ে এলাকাবাসির হাতে ধরা পড়লো ওসমানপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান জয়া। পরে পুলিশ ঘটনাস্থল হতে চুরি করা টিনসহ ওই প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়।
গতকাল সোমবার সকালে স্কুল বন্ধ থাকার সুযোগে প্রধান শিক্ষক ভ্যান নিয়ে স্কুলে গিয়ে সকলের অগোচরে স্কুলের স্টোর রুমে রাখা স্কুলের টিন ভ্যানে তুলতে থাকেন। ঘটনার এক পর্যায়ে এলাকাবাসি এক জোট হয়ে টিনসহ ওই প্রধান শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল হতে প্রধান শিক্ষককে চুরিকৃত টিনসহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রধান শিক্ষক ইসরাত জাহান কোন সদুত্তর দিতে পারেননি।
ওসমানপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান জানান, প্রধান শিক্ষক আমাদের কাউকেই বিষয়টি না জানিয়ে টিন চুরির ঘটনাটি ঘটিয়েছেন।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চুরিকৃত টিনসহ ওই প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে।
বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল হক জানান, ঘটনাটি শুনেছি। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ