চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ক্যাপড়্যাটোলায় রাস্তার নির্মাণকাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ রাস্তা খুঁড়ে যে পরিমাণ মাটি পাশে রয়েছে, মুলত সে মাটিগুলো দিয়েই বালুর চাহিদা মেটাচ্ছে। চলতি মাসের ১৫ তারিখ এলজিইডির রাজস্ব খাতের বাস্তবায়নে ৩৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ১.৩ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ গোলাম রাব্বানী। স্থানীয় আজাহার আলী, শাহজাহান হক, সিপনসহ অনেকে জানান, রাস্তা নির্মাণকাজে বালুর স্থানে বিভিন্ন প্রকার ভরাট দিয়ে দায় সারা কাজ করছে তারা। রাস্তা খুঁড়ে যে মাটিগুলো উদ্বৃত্ত হয়েছে সেগুলো ভরাট হিসেবে কাজে লাগাচ্ছে। আমরা স্থানীয়রা প্রতিবাদ করলেও কোন তোয়াক্কা করছে না। এদিকে ঠিকাদারের এমন দুর্ণীতি ও অনিয়মের কারণকেই দায়ী করছেন এলাকাবাসী। তবে এর দূর্ণীতির সাথে স্থানীয় ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) আব্দুর রউফ জড়িত বলে অভিযোগ করেন তারা। রাস্তা নির্মাণকাজ শেষ হবার পর বৃষ্টি বা বর্ষা হলে রাস্তাটির পুরানো রুপ যে ফিরে পাবেনা, জনমনে এ নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। এবিষয়ে কথা হয় রাস্তার কাজে দায়িত্বে থাকা মো. নাসির হোসেন নামের এক ব্যক্তির সাথে। তিনি এলাকাবাসীর অভিযোগগুলো অস্বীকার করেন এবং প্রকৃত ঠিকাদারের নাম বলতে গুড়িমুষি করেন। এব্যাপারে উপজেলা প্রকৌশলী মকবুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি এইমাত্র জানলাম অবশ্যই ব্যবস্থা নিবো।