চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে মাদক মুক্ত করতে হবে এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যতদিন পর্যন্ত জেলা থেকে মাদক নির্মূল না হবে, ততদিন মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে। তিনি মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটকের উদ্বোধনী পরবর্তী মাসিক কল্যাণ সভা ও জেলা পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধণা অনুষ্ঠানে এসব কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন, মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার সাথে সাথে সাংবাদিকদের তথ্য দিতে হবে সংশ্লিষ্ট থানা অফিসারদের।পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, যদি পুলিশের কোন সদস্য মাদক ব্যবসায়ীদের সাথে কোন রকম আতাত করে, আর তা যদি আপনাদের কাছে তথ্য থাকে তাহলে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে সংবাদ লিখবেন। তাঁদের কোন ছাড় দিবেন না। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত সংবাদও প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম, সহকারি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আব্দুল হাই সরকার, সহকারি পুলিশ সুপার (সার্কেল সদর) ইকবাল, সহকারি পুলিশ সুপার (সার্কেল গোমস্তাপুর) টিএম. মাইনুল ইসলামসহ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল থানা অফিসার ইনচার্জগণ।সভায় এবারে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত জেলা পুলিশ সদস্যের ৫ কৃতি সন্তানদের সংবর্ধণা দেয়া হয়। এছাড়া জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সাফল্য ধরে রাখায় ১৭জনকে পুরস্কার দেয়া হয়।