উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার বেলা ১২টার দিকে বজ্রপাতে উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামে খলিলুর রহমান (৬০) নামের এক কৃষক মারা গেছে। জানা গেছে, মঙ্গলবার বেলার ১২ টার দিকে উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামের মাঠে পাঁচ কৃষক ধান কাটছিল। মেঘের গর্জন শুনে অন্য চার কৃষক মাঠ ছেড়ে চলে গেলেও খলিলুর রহমান মাঠে ধান কাটতে থাকে। এ সময় বজ্রপাতে সে মারা যায়। সে ওই গ্রামের মনছের আলী মোল্লার ছেলে।