বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৪টি উপজেলায় অভিযান চালিয়ে এসব তাদের আটক করে। গ্রেফতারকৃতরা সবাই একাধিক মাদক মামলার আসামী বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন মাদক সস্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট সদরে ১ জন, মোরেলগঞ্জে ২ জন, রামপাল ১ জন ও মোংলা থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।