কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি॥
মোঃশাহআলম সিকদার গাজীপুরের কালিয়াকৈর কাপাসিয়াচালা এলাকা থেকে মঙ্গলবার রাতে মনির (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।
জানা যায়, মনির দীর্ঘ দিন ধরে ওই এলাকাসহ আশেপাশের এলাকা গুলোতে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাজাসহ বিভিন্ন প্রকারের অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল। সারাদেশে মাদক বিরোধী অভিযান পরিচালিত হলেও সে রীতিমত মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলো এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচলিনা করে তাকে গ্রেপ্তার থানা পুলিশ। এসময় তার কাছে ৭ পিছ ইয়াবা পাওয়া যায়।
এব্যাপারে কালিয়াকৈর থানার এস আই মিনহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার কাপাসিয়াচালা এলাকা থেকে মনির (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে।