পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি॥
জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে গত মঙ্গলবার ও বুধবার দুই দিনে ৯ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন চেঁচড়া গ্রামের শুকুর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মিরাজুল হোসেন, মাদক সেবনকারী পূর্ব উচনা গ্রামের আবুল কাশেমের ছেলে মুকুল হোসেন, আক্কেলপুরের বিহারপুর গ্রামের অমূল্য মহন্তর ছেলে শ্রী রতন কুমার,মৃত প্রদীব কুমারের ছেলে শ্রী প্রতিক কুমার। এছাড়া ওয়ারেন্ট মূলে পলাতক আসামী ১ জন, ড/অ মূলে আটক ০৩ জন এর মধ্যে ০৬ মাসের সাজা প্রাপ্ত ০১জন, ও ডিবি পুলিশ কর্তৃক ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আজ বুধবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।