সিংড়া(নাটোর)প্রতিনিধি॥
নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি,স্বাস্থ্য,বিদ্যুত সহ বিভিন্ন দাপ্তরিক বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চত্বরে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভূইঞা।
গণশুনানিতে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী হাসান আলী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আমিনুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুত সমিতি ১ এর এজিএম মিজানুর রহমান,আওয়ামীলীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ প্রমুখ। গণশুনানিতে ভূমি,স্বাস্থ্য,বিদ্যুত সহ বিভিন্ন দাপ্তরিক বিষয়ে ভুক্তভোগী জনগণ প্রশাসনকে অবহিত করেন।