সিংড়া (নাটোর) প্রতিনিধি॥
নাটোরের সিংড়ায় ইটালি ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে ইটালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
বাজেট অধিবেশনে আগামী ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১ কোটি ৭৫ লাখ ৬ হাজার ৮শ ৬৯ টাকার বাজেট ঘোষণা করেন, ইউনিয়ন পরিষদের সচিব সুমন আলী।