চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০ দিনব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণোত্তর সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীদের ১০০জনের মাঝে এই উপকরণ সহায়তা বাবদ ১০ হাজার করে ১০ লাখ টাকা প্রদান করা হয়। এর মধ্যে হিজড়া ৫০ জন ও বেদে-অনগ্রসর জনগোষ্ঠির ৫০ জনকে এই সহায়তা দেয়া হয়। সনদপত্র ও অনুদান বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন খায়রুল আতাতুর্ক, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, ববিতা খাতুন (হিজড়া)সহ অন্যরা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।