সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়িতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে ও খাদ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় দায়ে ৬ প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। উপজেলা প্রাশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে পৌর সভার আরামনগর বাজার এলাকায় মাহে রমজানে দ্রব্য মূল্যের উর্ধগতি নিয়ন্ত্রনে পন্যের মুল্য তালিকা যাচাই, বাসি ইফতার সামগ্রী বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করাসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি) ফিরোজ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, স্যানিটেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ পন্য ও খাবারে ভেজাল মেশানোর জন্য ৬টি প্রতিষ্ঠান কে বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। জরিমানা কৃতপ্রতিষ্ঠান গুলো নিখিল শাহা স্টোর ১০০০, হোটেল নজরুল ২০০০, রাশেদ মিষ্টি ঘর ৩০০০, শুকুমার ট্রেডার্স ১০০০, হোটেল উজ্জল ১০০০ ও মেসার্স পোদ্দার ষ্টোরে ২০০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, আজকে ব্যবসায়ীদের সতর্ক করার জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। পুরো রমজান মাস জুরেই এ অভিযান অব্যাহত থাকবে। কোন ব্যাবসায়ীর বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে।