সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরন করা হয়েছে। হিদাইয়া ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপাধক্ষ্য হারুন-অর রশিদের নিজ বাড়ীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্রপরিবারের মাঝে শনিবার সকালে এ টিউবওয়েল বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিকের বক্তব্য রাখেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক উপাদক্ষ হারুন অর রশিদ, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, হিদাইয়া ফাউন্ডেশনের সম্মন্বয়কারি সানাউল্লাহ, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস, পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু, সাধারন সম্পাদক আল মামুন প্রমুখ।