সিংড়া ( নাটোর) প্রতিনিধি॥
“ কমাতে হলে মাতৃ মৃত্যুর হার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার” এই শ্লোগানে নাটোরের সিংড়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি র্যালি বের হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে আয়োজিত আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আমিনুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা। এসময় সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সদস্য রাকিবুল ইসলাম সহ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের সন্তান সম্ভাবা মা ও স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা উপস্থিত ছিলেন।