কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি ॥ গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ৪৫ জনকে আটক করেছে র্যাব-১ এর সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। পরে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সোমবার ভোরে কালিয়াকৈরের সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ শামসুজ্জোহা এ আদেশ দেন।
এর আগে গাজীপুরের সদরের জিরানীর চক্রবর্তী এলাকার পদ্মার গেটের আক্তারের স্পটের গলি এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহিউল ইসলাম ও কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিমের ২৫ থেকে ৩০জন সদস্যসহ রোববার রাতে ছদ্মবেশে গাঁজা বিক্রেতা সেজে কোনাবাড়ী ক্যাম্পের র্যাব ১ এর সহযোগীতায় জিরানী চক্রবর্তী এলাকায় পদ্মার গেটের আক্তারের স্পটের গলিতে গাজার দোকান থেকে একে একে ৪৩জন ও পরে আরো ২ জনসহ মোট ৪৫জন কে গ্রেপ্তার করে। পরে গাজাসেবন কারী অবস্থায় আটকদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডাাদেশ দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
কালিয়াকৈরের সহকারী কমিশনার(ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ শামসুজ্জোহা জানান, আটকৃতদের কারাদন্ডাাদেশ দিয়ে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান,সারদেশের মত গাজীপুরেও মাদকের বিরুদ্ধে অভিযান চলছে মাদক র্নিমূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।