• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

বার্সার ট্রফির বিনিময়ে হলেও বিশ্বকাপ ট্রফি চান মেসি

আপডেটঃ : সোমবার, ২৮ মে, ২০১৮

লা-লীগা ও কোপা দেল রে’র দুটি শিরোপা জয় করে আসা পাঁচ বারের ব্যালন ডি অর খেতাব পাওয়া সুপার স্টার লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সাফল্য পেতে মরিয়া। আসন্ন রাশিয়া বিশ্বকাপের শিরোপার জন্য তিনি এতটাই মরিয়া যে এর বিনিময়ে প্রিয় ক্লাব বার্সেলোনার ট্রফি হাতছাড়া করতেও রাজি তিনি।
ন্যু ক্যাম্পে এবারের লা লিগা ও কোপা দেল রেসহ সর্বমোট ৩২ শিরোপা জিতেছেন মেসি। অথচ আর্জেন্টিনাকে এখনো পর্যন্ত বড় কোন শিরোপা এনে দিতে পারেননি ৩০ বছর বয়সী এই ফুটবল সুপারস্টার। চার বছর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা লাভে ব্যর্থ হয়েছেন তিনি। এর আগে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে পরপর পরাজিত হওয়ায় শিরোপা জয় করতে পারেনি আর্জেন্টিনা।
তাই আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলকে মেসি বলেন, ‘জাতীয় দলের হয়ে শিরোপা অর্জনের লক্ষ্যে আমি আমার ক্লাবের হয়ে অর্জিত ট্রফিও বিষর্জন দিতে প্রস্তত। আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জয় করতে পারাটা হবে বিশেষ কিছু।’
‘ডি’ গ্রুপের হয়ে বিশ্বকাপ মিশনে নামতে যাওয়া আর্জেন্টিনা তাদের গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আইসল্যান্ড (১৬জুন), ক্রোয়েশিয়া (২১ জুন) এবং নাইজেরিয়াকে (২৬ জুন)। দুই বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা এখন মেসি ম্যাজিক দেখার অপক্ষোয় রয়েছে। দলটি সর্বশেষ বিশ্বকাপ শিরোপাটি জয় করেছিল ১৯৮৬ সালে।
যদিও ব্রাজিল, স্পেন, ও বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির চেয়ে নিজের দল পিছিয়ে আছে বলে মানেন মেসি নিজেও। এরপরও তিনি বলেন, ‘গোটা দলটির উপর আমার দারুণ আস্থা রয়েছে। আমরা খুব ভালভাবে কাজ করছি। দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন বেশ কিছু খেলোয়াড় আমাদের দলে আছে। তবে আমরা এটি বলতে চাই না যে আমরাই সেরা। কারণ বাস্তবতা সেটি বলে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ