• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

সুইডেন ও সুইজার‌ল্যান্ডের খেলা শুরু

আপডেটঃ : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি সুইডেন ও সুইজারল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ মিনেটে কোন দলই গোলের মুখ খুলতে পারে নি।
গ্রুপ পর্বে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্ব ওঠে সুইজারল্যান্ড। আর দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় ওঠে সুইডেন।
এদিকে আরেক খেলায় রাত ১২ টায় মুখোমুখি হবে কলম্বিয়া ও ইংল্যান্ড।
সুইডেন একাদশ: রবিন ওলসেন, মিকায়েল লুসতিগ, আন্দ্রিয়াস গ্রাংকভিস্ত, ভিক্তর লিনদেলোফ, লুদভিক আউগুস্তিনসন, ভিক্তর ক্লসন, গুস্তাভ স্ভেনসন, আলবিন একদাল, এমিল ফর্সবার্গ, মার্কাস বার্গ, ওলা তইভনেন
সুইজারল্যান্ড একাদশ: ইয়ান জমের, মিখায়েল লাং, মানুয়ের আকাঞ্জি, জোহান জোরু, রিকার্দো রদ্রিগেস, ভালন বেহরামি, গ্রানিত জাকা, জেরদান সাচিরি, ব্লেরিম জেমাইলি, স্টিভেন সুবার, ইয়োসিপ দার্মিচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ