• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

করুনারত্নের সেঞ্চুরি সত্বেও প্রথম দিন ২৮৭ রানে অলআউট শ্রীলংঙ্কা

আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

ওপেনার দিমুথ করুনারত্নের সেঞ্চুরি সত্বেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাট হাতে ১৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন করুনারত্নে। জবাবে দিন শেষে ১ উইকেটে ৪ রান তুলেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেট হাতে নিয়ে ২৮৩ রানে পিছিয়ে প্রোটিয়ারা।
দুই ম্যাচ সিরিজে গল-এ প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় শ্রীলঙ্কা। দলের অন্যান্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও এক প্রান্ত আগলে টেস্ট ক্যারিয়ারের ৫০তম ম্যাচে অষ্টম সেঞ্চুরি তুলে ১৫৮ রানে অপরাজিত থাকেন করুনারত্নে।
অষ্টম সেঞ্চুরি পাওয়া ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কায় ২২২ বলে ১৫৮ রানে অপরাজিত থাকেন করুনারত্নে। এছাড়া আরেক ওপেনার দানুস্কা গুনাথিলাকা ২৬ ও শেষ ব্যাটসম্যান লক্ষণ সান্দাকান ২৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে পেসার কাগিসো রাবাদা ৪টি ও তাবরাইজ শামসি ৩টি উইকেট নেন। ছয় মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে বল হাতে ৫৪ রানে ১ উইকেট নেন দক্ষিণ পেসার ডেল স্টেইন।
দিনের শেষভাগে ৪ ওভার ব্যাট করার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। এসময় ওপেনার আইডেন মার্করামকে হারায় প্রোটিয়ারা। আরেক ওপেনার ডিন এলগার ৪ ও নাইটওয়াচম্যান মহারাজ শুন্য রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ১টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ