আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ৭১ এর পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক রাজনীতি ও গণতন্ত্রকে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পেছনের দিকে ঠেলে দেয়।
মঙ্গলবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরইআরএমপি-২ প্রকল্পে গোপালগঞ্জ-২ সংসদীয় এলাকার ২৮ ইউনিয়নে ২৮০ জন নারী কর্মীর সঞ্চয়ী অর্থের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, এলসিএস সদস্য তাসলিমা বেগমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।