• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

ফেসবুকের পুরস্কার ৫০ হাজার ডলার পেলেন রাজিব

আপডেটঃ : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

ফেসবুক গ্রুপে ইংরেজি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশের রাজিব আহমেদ ফেসবুকের কমিউনিটি লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন। তকে সম্মাননা হিসাবে  ৫০ হাজার ডলার দেবে ফেসবুক।
গত রবিবার রাতে ‘ফেসবুক নিউজরুমে’ কমিউনিটি লিডারশিপের তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ৪৬টি দেশের ১১৫ জন স্থান পায় এ তালিকায়।
এক বিবৃতিতে ফেসবুক জানায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত কমিউনিটি লিডারদের মধ্য থেকে ৫ জনকে ১০ লাখ ডলার দেওয়া হবে। আর বাকিদের ৫০ হাজার ডলার করে দেওয়া হবে।
২০১৬ সালের জুলাইতে ‘সার্চ ইংলিশ’ গ্রুপ চালু করেন রাজীব আহমেদ। সবার জন্য উন্মুক্ত এই গ্রুপে যে কেউ যোগদান করে ইংরেজি ভাষা চর্চা করতে পারেন।
এদিকে এ বছরের ফেব্রুয়ারি মাসে লিডারশিপ প্রোগ্রামের ঘোষণা দেয় ফেসবুক। এই প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে উৎসাহ দেওয়া। আর কমিউনিটি লিডারদের প্রশিক্ষণ, সমর্থন ও অর্থসাহায্য দেওয়া।
ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়, লিডারশিপ প্রোগ্রামের জন্য তারা পুরো বিশ্ব থেকে ছয় হাজার আবেদন পেয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ