বিশ্রামের জন্য এশিয়া কাপ থেকে দূরে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়কত্বের ভার দেওয়া হয়ে রোহিত শর্মাকে। শেষ পর্যন্ত শিরোপা জয়ের মাধ্যমে পালন করলেন নিজের দায়িত্ব।
তাহলে রোহিত কি ভারতীয় দলের জন্য অধিনায়ক হিসেবে পুরোপুরি প্রস্তুত? এমন প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, অবশ্যই, কেবলি আমরা শিরোপা জিতলাম। আর আমি সুযোগ পেলে অবশ্যই আমার সেরা টা দেওয়ার চেষ্টা করবো।
রোহিত আরও বলেন, এশিয়া কাপে অধিনায়কত্ব করাটা অনেক চ্যালেঞ্জ ছিল। কেননা আমাদের দলে তেমন কোন সিনিয়র খেলোয়াড় ছিল না। কিন্তু তারপরও আমরা পুরো এশিয়া কাপ জুড়ে অনেক ভাল খেলেছি। বিশ্রামের কারণে সিনিয়ররা খেলছিলেন না, আর সেটা জুনিয়ররা বুঝতে পেরেছে। তারাও তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।
এছাড়া এবারের এশিয়া কাপে সবার পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট বলে জানান তিনি। সূত্র : এনডিটিভি