• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

স্যামসাং গ্যালাক্সি এ সেভেনের প্রি-অর্ডার শুরু

আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ সেভেনের প্রি-অর্ডার শুরু হয়েছে। শুধুমাত্র পিকাবু ডটকম থেকে এ ডিভাইসটির জন্য প্রি-অর্ডার করা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্যামসাং বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যালাক্সি এ সিরিজের প্রিমিয়াম নির্মাণশৈলীর সূত্র ধরেই নতুন গ্যালাক্সি এ সেভেনটি তৈরি করা হয়েছে। এর ক্যামেরা দুর্দান্ত। আল্ট্রা- ওয়াইড -অ্যাঙ্গেল, সিন অপটিমাইজারসমৃদ্ধ লাইভ ফোকাস ও প্রো লাইটিং ছবির জন্য ফোনটিতে যুক্ত করা হয়েছে। এ ছাড়া আছে তিনটি লেন্সযুক্ত রিয়ার ক্যামেরা।
ডিভাইসটির ২৪ মেগাপিক্সেলের ক্যামেরায় রয়েছে পিক্সেল মার্জিং সেন্সরযুক্ত ১.৭ অ্যাপারচার, যা ভিন্ন পরিবেশের আলো সনাক্ত করে ছবি তুলতে সক্ষম।
গ্যালাক্সি এ সেভেন-এ রয়েছে ৬ ইঞ্চির ফুলএইচডি, সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিভাইসটির অক্টা-কোর প্রসেসরের সঙ্গে রয়েছে ৪ জিবি র‌্যাম। ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি।
২৮,৯৯০ টাকায় নীল, কালো ও কপার রং-এ ক্রয় করা যাবে নতুন গ্যালাক্সি এ সেভেন। পিকাবু ডট কমwww.pickaboo.com থেকে ডিভাইসটির জন্য প্রি-অর্ডার করা যাবে। আগামী ২৪ অক্টোবর, পর্যন্ত ডিভাইসটির জন্য প্রি-অর্ডার করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ