• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৮০

আপডেটঃ : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮

আলজেরিয়ায় প্রথম বিভাগের একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে সৃষ্ট সহিংসতায় ৮০ জনেরও বেশি লোক আহত হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। সোমবার ফুটবল কর্মকর্তাদের তরফ থেকে এ তথ্য জানানো হয়।
শনিবার রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ২০০ কিমি দূরে শীর্ষস্থানীয় দুই ক্লাব সিএ বর্দি বাউ অ্যারেরিজ ও এমসি আলজের (এমসিএ) মধ্যকার ম্যাচকে ঘিরে এই সহিংসতার সৃষ্টি হয়।
একজন চিকিৎসক জানিয়েছেন ৫০জনেরও বেশি ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আহতদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়। আহতদের মধ্যে তিন জনের হাড় ভেঙ্গেছে।
একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে জানায়, আহত পুরুষ কর্মকর্তাদের মধ্যেও কারো অবস্থা গুরুতর নয়। এমসিএ’র কোন খেলোয়াড়কে ছুরিকাঘাত করা হয়নি বলেও সুত্রটি নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ