• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

বঙ্গবাজারে ভয়াবহ আগুনে উদ্বিগ্ন চঞ্চল চৌধুরী

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এই দুর্ঘটনার খবর ছড়াতেই উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষের সাথে তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
এই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আহা রে বঙ্গবাজার…..ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা…..আগুনে ছারখার…।’

তার এই মানবিক বার্তায় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘শত শত ব্যবসায়ী এবং তাঁদের পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল। তাদের সব আশা, স্বপ্ন, সম্বল সব কিছু চোখের সামনে অঙ্গার হয়ে গেল!’

কেউ মন্তব্য করেছেন, ‘ভোর ৬টা থেকে ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড চলছে। ইদের আগে হাজার হাজার পরিবার এখন নিঃস্ব!’

এদিকে দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ