• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সংঘর্ষ, গ্রেপ্তার ৩৫০ জনের বেশি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

জেরুজালেমের গুরুত্বপূর্ণ কেন্দ্র আল-আকসা মসজিদে সংঘর্ষের পর ইসরাইলি পুলিশ বুধবার ভোরে ৩৫০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে। বুধবার পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদের ভিতরে অবস্থান করা ৩৫০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এসব লোক সেখানে ব্যারিকেড সৃষ্টি করে সহিংসতায় জড়িয়ে পড়েছিল। তারা জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ‘মুখোশধারী ব্যক্তি, পাথর ও আতশবাজি নিক্ষেপকারী এবং মসজিদের পবিত্রতা নষ্ট করার সন্দেহভাজন ব্যক্তি’ অন্তর্ভূক্ত রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি পুলিশ বুধবার ভোরের আগে জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করে এবং উপাসকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের প্রতিক্রিয়া জন্ম নেয় এবং গাজায় আন্তঃসীমান্ত হামলার সূত্রপাত ঘটে।

পবিত্র রমজান মাসের সংঘর্ষটি বাধার পেছনে পূর্বের শঙ্কা ছিল। কেননা ২০২১ সালে গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ বাধার পর থেকে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল। অশঙ্কা ছিল শীঘ্রই এই উত্তেজনা আল-আকসা মসজিদে প্রবেশ করবে।

গাজা থেকে রাতারাতি অন্তত নয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ঘটনাটি ইসরায়েল থেকে বিমান হামলার প্ররোচনা দেয় যা হামাসের অস্ত্র উৎপাদনের স্থানগুলিকে আঘাত করে এবং অবরুদ্ধ উপকূলীয় স্ট্রিপ জুড়ে ভূমি কাঁপানো বিস্ফোরণ বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে সীমান্ত বেড়া বরাবর হামাসের অবস্থানেও গোলা বর্ষণ করেছে।

বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি শান্ত হয়েছে বলে মনে হয় কিন্তু ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে ১২ ফিলিস্তিনি ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে রাবার-টিপড বুলেট এবং মারধরসহ আহত হয়েছে। এতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী তার চিকিৎসকদের ওই এলাকায় পৌঁছাতে বাধা দিচ্ছে।

মসজিদের একজন উপাসক ফাহমি আব্বাস বলেন, ‘কম্পাউন্ডের পূর্ব দিকের উঠোনে, পুলিশ টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে, এটি এমন একটি দৃশ্য যা আমি বর্ণনা করতে পারব না। তারপর তারা ঢুকে পড়ে এবং সবাইকে মারধর করতে থাকে। তারা লোকজনকে আটক করে এবং যুবকদের মাটিতে মুখ ঠেকিয়ে রাখে এবং তাদের মারতে থাকে।’

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলি রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি, দেখায় যে আতশবাজি চলছে এবং পুলিশ মসজিদের একটি ভবনের ভিতরে লোকজনকে মারধর করছে। ভিডিওতে অন্ধকারে পটকা ফাোর সময় পুলিশকে ভবনে প্রবেশ করতে দেখা গেছে।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, মুখোশধারী আন্দোলনকারীরা আতশবাজি, লাঠি এবং পাথর দিয়ে মসজিদের ভিতরে নিজেদের আটকে রাখার পরে নিরাপত্তা ইউনিটগুলিকে কম্পাউন্ডে প্রবেশ করতে বাধ্য করা হয়েছিল।

পুলিশ বিবৃতিতে বলেছে, ‘ঘোষণা দিয়ে মসজিদ থেকে ব্যক্তিদের সরানোর ক্রমাগত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে পুলিশ ব্যক্তিদের সরানোর জন্য কম্পাউন্ডে প্রবেশ করতে বাধ্য হয়েছিল। প্রাঙ্গণ জুড়ে পুলিশ বাহিনীর উপস্থিতি ছিল। অনেক আইন ভঙ্গকারী ব্যক্তি এবং দাঙ্গাবাজদের দ্বারা মসজিদের ভিতরে পাথর নিক্ষেপ করা হয়েছিল এবং একাধিক আতশবাজি ফাটানো হয়েছিল। দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।’

কট্টর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এক বিবৃতিতে বলেছেন, পুলিশ ৩৫০ জনের বেশি লোককে গ্রেপ্তার করেছে এবং যারা নিজেদের ভিতরে ব্যারিকেড করেছিল তাদের সরিয়ে দিয়েছে। পুলিশ একটি ভাল কাজ করেছে। ইহুদি দর্শনার্থীদের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কার মধ্যে হাজার হাজার উপাসক মসজিদ প্রাঙ্গণে রাত কাটিয়েছেন। ইহুদিদের নিকট টেম্পল মাউন্ট পবিত্র স্থান।

এ ঘটনায় আরব দেশগুলো থেকে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। জর্ডান এবং মিসর, উভয়ই ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা হ্রাস করার জন্য সাম্প্রতিক মার্কিন-সমর্থিত প্রচেষ্টার সঙ্গে জড়িত। তারা পৃথক বিবৃতি জারি করে এই ঘটনার তীব্র নিন্দা করেছে।

অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশায় থাকা সৌদি আরব, ঘটনাকে ইসরায়েলের ‘ঝড়’ বলে মন্তব্য করেছে এবং বলেছে, আকসা শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

গাজা নিয়ন্ত্রণকারী ইসলামপন্থী গোষ্ঠী হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, রাতারাতি রকেট ফায়ার ছিল আল-আকসা মসজিদে পুলিশের অভিযানের প্রতিক্রিয়া এবং দেখিয়েছে ইসরায়েল গাজাকে পশ্চিম তীর থেকে আলাদা করতে পারবে না। কাসেম বলেছিলেন, ‘গাজার ওপর ইহুদিবাদী বোমাবর্ষণ ছিল জেরুজালেম এবং পশ্চিম তীরে আমাদের জনগণকে সব উপায়ে সমর্থন অব্যাহত রাখা থেকে গাজাকে প্রতিরোধ করার একটি ব্যর্থ প্রচেষ্টা।’

তবে হামাস বা ইরান-সমর্থিত ইসলামিক জিহাদ আন্দোলনের কেউই হামলার দায় স্বীকার করেনি, যার পরিবর্তে ফিলিস্তিনের মুক্তির জন্য ছোট গণতান্ত্রিক ফ্রন্ট এবং পপুলার রেজিস্ট্যান্স কমিটি দাবি করেছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা গাজা থেকে সমস্ত হামলার জন্য হামাসকে দায়ী করে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্ব উপাসকদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা করেছে, যা এটি একটি অপরাধ হিসেবে বর্ণনা করেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, ‘আমরা পবিত্র স্থানগুলিতে লাল রেখা অতিক্রম করার বিরুদ্ধে দখলদারিত্বকে সতর্ক করছি, যা একটি বড় বিস্ফোরণ ঘটাবে।’

সুপ্রিম কোর্টের ক্ষমতায় লাগাম লাগাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তিক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিকল্পনা নিয়ে ইসরায়েল এখনও কয়েক সপ্তাহের ঘরোয়া উত্তেজনায় ভুগছে, ঘটনাটি ইতিমধ্যেই জ্বরপূর্ণ রাজনৈতিক পরিবেশ যোগ করেছে।

গত এক বছরে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে হাজার হাজার গ্রেপ্তার করেছে এবং ২৫০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধে ৪০ জনের বেশি ইসরায়েলি এবং তিনজন ইউক্রেনীয় মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ