• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

আসামে রেলস্টেশন থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

অভিবাসন আইন ভঙ্গ করে অবৈধভাবে অবস্থান করায় আসামের গুয়াহাটির কামাখ্যা রেলস্টেশন থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের রেলওয়ে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনেল বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ধরতে স্টেশনে যৌথ অভিযান চালায় রেলওয়ে প্রটেকশন ফোর্স এবং রেলওয়ে পুলিশ। ওই সময় তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— আব্দুল কাইয়ুম, আজিম আলী এবং সাজ্জিল মিয়া। তাদের সবার বাড়ি সিলেটে।

এই তিন বাংলাদেশিকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে নকল পাসপোর্ট ও আধার কার্ডসহ বিভিন্ন অবৈধ কাগজপত্র জব্দ করা হয়। তারা এর আগে কাজের উদ্দেশ্যে কাশ্মিরেও থেকেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গত বছর আসাম পুলিশ শিলচর রেলওয়ে স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল। খোকন ফকির এবং মিজানুর রহমান নামের ওই দুই ব্যক্তি গত বছরের ১৭ অক্টোবর এক দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ওই সময় পুলিশ জানিয়েছিল, তারা কেরালা রাজ্যের একটি কোম্পানিতে কয়েকদিন কাজও করেছেন।

এর আগে গত ৪ মার্চ মহারাষ্ট্রের থান অঞ্চল থেকে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা সবাই অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই অবৈধ বাংলাদেশিরা নাভী মুম্বাইয়ের গানসোলিতে এক আত্মীয়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের জন্য জড়ো হবেন। পরবর্তীতে সেখান থেকে তাদের আটক করা হয়।

পাসপোর্ট ও ভিসাসহ বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি ও ১৯৫০ সালের পাসপোর্ট আইনে মামলা করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ