• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

সব মিলিয়ে ৫০ লাখ টাকার বেশি প্যান্ট ছিল আগুনে সব শেষ ,

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

চলতি মাসেই দেশের বড় দুটি মার্কেটে আগুনে পুঁজি হারিয়েছেন বহু ব্যবসায়ী। আজ আগুন লাগা ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় সুলতান ফ্যাশন নামের একটি দোকান ছিল আলেয়া নামে এক নারীর। জিন্স প্যান্ট বিক্রি করতেন তিনি।

আলেয়া জানান, ঈদের জন্য প্রায় ১১ লাখ টাকা ঋণ করে প্যান্ট কিনেছিলেন। সব মিলিয়ে ৫০ লাখ টাকার বেশি প্যান্ট ছিল দোকানটিতে। কিন্তু এক আগুনেই সব পুড়ে গেল।

আলেয়া বলেন, এমনিতেই তো সব শেষ। তারপর এত টাকা ঋণ কিভাবে দেব। পরিবার নিয়ে ঢাকায় কিভাবে থাকব। বাড়ি ভাড়া দেব কিভাবে। গতকালও এই ফুটওভার ব্রিজের সিঁড়ি ভালো দেখে গেছি। সন্ধ্যার পর সিড়ি ভেঙে ফেলেছে। কেন এমন করল? কার কাছে এই কথা বলতে যাব। কে আগুন লাগিয়েছে বলতে পারবো না।

আরেক ব্যবসায়ী মো. সজিব বলেন, সারা বছর ব্রিজ ভাঙার খবর নেই। এই ঈদের আগে চোরের মতো রাতের আঁধারে কেন ব্রিজ ভাঙতে হবে। পরশুদিন আর গতকাল রাতে ব্রিজ ভেঙে দিয়েছে যাতে মানুষ না উঠতে পারে। আর আজ লাগল আগুন।

আয়েশা ফ্যাশনের কর্মী মোহাম্মদ সুমন বলেন, গতকাল থেকেই মার্কেটে অনেক মানুষ হওয়া শুরু করছে। আমি গতকাল রাত ১টা পর্যন্ত ডিউটি করেছি। আর আজ ভোরেই আগুন লেগেছে। ওয়ান পিস আইটেমের দোকান ছিল। ঈদ উপলক্ষে অনেক টাকার মাল উঠিয়েছিল মহাজন। সব শেষ হয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ