• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

সালমা-রুমানাকে ছাড়াই ওয়ানডে দল ঘোষণা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য দুই সিনিয়র ক্রিকেটার সালমা খাতুন এবং রুমানা আহমেদকে ছাড়া ১৬ সদস্যের নারী দল সাজিয়েছে বাংলাদেশ। এবারই প্রথমবার ওয়ানডেতে থাকছেন না তারা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন না এই দুই সিনিয়র।

নারী দলের নির্বাচক মনজুরুল ইসলাম জানিয়েছেন, সালমা এবং রুমানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে দুজন মিলে মোট ২৭৪ ম্যাচ খেলেছেন। ব্যস্ত শিডিউলের কথা মাথায় রেখেই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী দল তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজটি আবার নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার বিমান ধরবে নারী দল।

বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুরশিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোভানা মোস্তারি, লতা মন্ডল, স্বর্না আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া খান, সুলতানা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ