• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন শোয়েব

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

খেলোয়াড় দম্পতি শোয়েব মালিক-সানিয়া মির্জার সংসার ভেঙে যাচ্ছে বলে গুঞ্জন। দীর্ঘদিন একসঙ্গে জনসম্মুখে দেখা যায় না দুজনকে। তবে শোয়েব মালিক নিজে বললেন ভিন্ন কথা। গুঞ্জনের শুরু হয় সানিয়া মির্জা শোয়েব মালিককে ছাড়াই ছেলে ইজহানসহ তার পরিবারের কয়েকজনকে নিয়ে ওমরাহ করে ফেরার পর থেকে। এরপর পবিত্র রমজানের সময় সানিয়া তার বাড়িতে ছেলে ইজহানকে নিয়ে ইফতার করার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানেও শোয়েব ছিলেন না।

এ ছাড়া এই মুহূর্তে শোয়েব একা থাকছেন দুবাইয়ে। ভারতের সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া ছেলেকে নিয়ে থাকছেন ভারতে। এতে অনেকের ধারণা, তারা প্রকাশ না করলেও আসলে দুজনের ছাড়াছাড়ি হয়ে গেছে! কিন্তু আসল ব্যাপারটা কী? এটা জানতে শোয়েব মালিককেই সরাসরি প্রশ্ন করেছিলেন জিও নিউজের অনুষ্ঠান ‘স্কোর’ এর উপস্থাপক। উপস্থাপকের প্রশ্ন, ‘চারদিকে গুঞ্জন, আপনাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। আপনি কী বলবেন?’ এর উত্তরে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক বলেন, ‘এমন কিছু নয়।

ঈদে আমরা একসঙ্গে থাকতে পারলে খুব ভালো হতো।’
শোয়েব মালিক এরপর ব্যাখ্যা করেন, কেন তারা ঈদের সময়টা একসঙ্গে কাটাতে পারেননি। শোয়েব বলেন, ‘ওর আইপিএলে কাজ আছে। আইপিএল নিয়ে অনুষ্ঠান করছে। এ কারণেই আমরা একসঙ্গে হতে পারিনি। কিন্তু আমরা সব সময়ই ভালোবাসা বিনিময় করি। আমি ওকে খুব মিস করি। কতটা মিস করি, তা বলে বোঝাতে পারবো না। পেশাদারির দায় থাকে। কিন্তু আপনি ঈদের সময় কাছের অনেক মানুষকেই মিস করবেন।’ তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন, এটাকে তারা কেউই পাত্তা দেন না বলেও উল্লেখ করেছেন শোয়েব মালিক। উপস্থাপককে তিনি বলেন, ‘এ কারণেই (পাত্তা দেন না বলে) আমি বা ও, কেউই কোনো বিবৃতি দিইনি।’

মালিক-সানিয়া দম্পতির যুগল জীবন শুরু হয় ২০১০ সালের ১২ই এপ্রিল। ২০১৮ সালে সানিয়া-মালিকের ঘর আলো করে আসে পুত্রসন্তান ইজহান মির্জা মালিক। বর্তমানে মায়ের সঙ্গেই রয়েছে ইজহান। ক্যারিয়ারের তাগিদে তারা নিজ নিজ দেশে অবস্থান করছেন। তবে শোয়েব-সানিয়ার বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই একটি অনলাইন অনুষ্ঠানের প্রচারণা করেছিলেন দুজন। এরপর অবশ্য নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে গত ছয় মাস ধরে দুজনকে তেমন ছবি শেয়ার দিতে দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ