• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

পাঠান দিয়ে ৩২ বছর পর কাশ্মীরে খুলল সিনেমা হল,

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

চলতি বছর ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। ৪ বছর পর পর্দায় বাদশাহের প্রত্যাবর্তন, ব্যবসায়িক সাফল্যের নিরিখে এই ছবি নজিরও গড়েছে। তবে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, শাহরুখের এই ছবির কারণে ৩২ বছর পর কাশ্মীরে খুলল সিনেমা হল, প্রেক্ষাগৃহের বাইরে লাইন দিয়ে পাঠান দেখতে যান কাশ্মীরিরা। এ বার খোদ শাহরুখই কাশ্মীরে। উপলক্ষ তার আসন্ন ছবি ‘ডাঙ্কি’র গানের দৃশ্যের শুটিং।

জানা যায়, ইতিমধ্যে সোনমার্গ পৌঁছে গেছেন ছবির পরিচালক রাজকুমার হিরানী ও নৃত্যগুরু গণেশ আচার্য। অপেক্ষা এখন বাদশাহের। একটা সময় ছিল আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে বলিউডের প্রথম পছন্দ ছিল কাশ্মীর। তবে ১৯৯০ সাল থেকে প্রায় ২০১৮ সাল পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাসবাদের কারণে ধীরে ধীরে সুইজারল্যান্ড, প্যারিস হয়ে উঠল হিন্দি ছবির পছন্দের জায়গা। তবে এ বার পুরনো গৌরব ফিরে পেতে মরিয়া কাশ্মীর। কাশ্মীরের এক হোটেল মালিক মুসতাক চাহা বলেন, ‘‘আমরা অপেক্ষা করে রয়েছি কাশ্মীরে কবে বলিউডি ছবির শ্যুটিং পুরোদমে শুরু হবে। আমার এখানকার পরিকাঠামোর উন্নতি ও পরিষেবায় বাড়তি গুরুত্ব দিচ্ছি।’’দিন কয়েক আগেই কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান কাশ্মীর তাদের ছবি ‘সত্যপ্রেম কি কথা’র শুটিং সেরে ফিরলেন। তার কয়েকদিন আগেই আলিয়া ভট্ট ও রণবীর সিংহ যান তাদের আসন্ন

ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহিনী’র একটি গানের দৃশ্যের শুটিং সারতে। এ বার বাদশাহ এলেন ভূস্বর্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ