• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত,

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাইপাস সড়কের মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে বয়স ১৭ বছর। আহত মিরাজ গাজীপুরের টঙ্গী এলাকার জালাল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ফজলুল হক বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা ওই কিশোর নিহত হয়। এ সময় মিরাজ আহত হয়।

এসআই আরও বলেন, ঘটনার পর ঘাতক এনা পরিবহনের বাসটি ও চালককে স্থানীয়রা আটক করেছে। তবে বাসটির হেলপার পালিয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং নিহতের মরদেহ থানা হেফাজতে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ