• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

দেশকে উন্নত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে : শাহাজাদী আলম লিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

পাভেল (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এবং সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক শাহাজাদী আলম লিপি, বলেন সুস্থ ধারার সংস্কৃতিই পারে যুব সমাজকে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে। এছাড়া দেশের মানুষকে তথা দেশকে উন্নত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে’। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে করোনা সংকট মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন উন্নয়নের দিক থেকে পিছিয়ে নেই, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

গতকাল বগুড়ার সারিয়াকান্দিতে  দহপাড়া গ্রাম”গ্রুপ এবং দহপাড়া আদর্শ যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী ঈদ পরবর্তী অনুষ্ঠিত আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাজা মিয়া।

উদ্বোধক ছিলেন আদর্শ যুব উন্নয়ন ক্লাবের সভাপতি সোহানুর রহমান সাগর ওরফে রাঙ্গা।

ড. কামরুল হাসান স্কল এন্ড কলেজের প্রধান শিক্ষক শিপন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান রুমন, অত্র ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল ইসলাম, সহ-সভাপতি আবু রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল ইসলাম শাহান, বিশিষ্ট ব্যবসায়ী মহাতাব হোসেন, বিপাসা সরকার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ, রাব্বী হোসেন, ওবাইদুর রহমান, ছামছুল আলম, মিষ্টার আলী প্রামাণিকসহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ।

মেলায় দিন ব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈদ পরবর্তী আনন্দ মেলা শেষ হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ