নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবারের মতো ‘কিল হিম’ সিনেমায় দেখা যাবে অনন্ত জলিলকে। মোহাম্মদ ইকবালের পরিচালনায় অনন্ত-বর্ষা জুটির এ সিনেমাটি এবারের ঈদুল ফিতরে ২৩টি হলে মুক্তি পায়।
দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির হল সংখ্যা দ্বিগুণ হচ্ছে। গতকাল থেকে ২০টি হল বেড়ে মোট ৪৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে বলে জানান এর নির্মাতা মোহাম্মদ ইকবাল। এ পরিচালক বলেন, ‘কিল হিম’ মুক্তির পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা ইচ্ছা করেই কম হলে মুক্তি দিয়েছি। দেশের বড় হলগুলোতে মুক্তি দিয়েছি। দর্শক রিভিউ ভালো হওয়ায় হল মালিকগণ সিনেমাটি নিতে চাচ্ছেন। দ্বিতীয় সপ্তাহে মোট ৪৩টি হলে সিনেমাটি চলবে। সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স- দুই জায়গাতেই ভালো চলছে ছবিটি।