• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

শাকিব ও সালমান শাহ্’র মধ্যে যে মিল খুঁজলেন প্রিন্স মাহমুদ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ মে, ২০২৩

ব্যান্ডসংগীতে কালজয়ী সব গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ শুক্রবার রাতে সুপারস্টার শাকিব খানকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

সেই পোস্টে তিনি নায়ক সালমান শাহর অকাল প্রয়াণের প্রসঙ্গটি টেনে আনেন। নব্বই দশকে ঘটা সেই ঘটনার সঙ্গে শাকিব খানের সঙ্গে ঘটা সাম্প্রতিক বিষয়গুলোর তুলনা করেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা।

শাকিবকে বিভিন্নভাবে দমিয়ে দেয়া এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার বিষয়টি তুলে ধরেন প্রিন্স মাহমুদ। পাশাপাশি নায়িকা অপু-বুবলীর উত্থানে শাকিবের অবদানের কথা উল্লেখ করেন।

শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে প্রিন্স মাহমুদ তার ভেরিফায়েড আইডি থেকে পোস্টে লিখেছেন, “এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে সালমন শাহ্‌র মত, আমি নিশ্চিত। এরা ভুলে গেছে এদের সমস্ত অর্জন শাকিব খানের জন্য।

৯০ দশকে সালমান শাহর মৃত্যুর আগের সময়টা তুলনা করে তিনি লিখেছেন, আমার সালমান শাহ্‌ মারা যাওয়ার আগের সময়টা মনে আছে প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহ্‌র বিরুদ্ধে চলে গিয়েছিল।

ওই স্ট্যাটাসের মন্তব্যে প্রিন্স মাহমুদ আরও লেখেন, খুব টেকনিক্যালি তাকে (শাকিব খান) ব্ল্যাকমেইল করা হচ্ছে। ছেলেটা একটু চালাক আর সব সাংবাদিক মেইন্টেইন করতে পারলেই হতো। সাংবাদিকসহ সব বন্ধুদের বলি মতের একটু অমিল বা স্টার তোমার কাজে না আসলে তার বিরুদ্ধাচারণ করবেন না। এরকম নায়ক এক যুগে একটা আসে।

শাকিব খানের দুই বাংলায় সাড়া ফেলা ছবি ‘শিকারি’র কথা উল্লেখ করে প্রিন্স মাহমুদ বলেন, শিকারি সিনেমা আজ দেখলাম। যা বুঝলাম তার (শাকিব খান) ক্ষমতার সিকিভাগও এদেশ দেখাতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ