• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

বিকেলে বরিশাল সিটি নির্বাচনে আ.লীগের সাংগঠনিক টিমের বৈঠক

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২১ মে, ২০২৩

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের জন্য গঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক টিম বৈঠকে বসছে আজ।

রোববার (২১ মে) বিকেল ৩টা আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বুধবাত আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে একটি সাংগঠনিক টিম গঠন করা হয়।

সাংগঠনিক টিমের প্রধান হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ৷ সমন্বয়ক করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমকে।

যুগ্ম-সমন্বয়ক করা হয়েছে- সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে। টিমের সদস্যবৃন্দ হলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আনিসুর রহমান ও মো. গোলাম কবীর রাব্বানী চিনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ