• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে প্রবাসী আয় এলো ২০৪৪৭ কোটি টাকা ২৫ দিনে অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা বাধ্যতামূলক করতে ড্রোনের নিবন্ধন, বাতিল হচ্ছে আগের নীতিমালা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: আমীর খসরু চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয় চিত্রনায়িকা পরীকে গ্রেফতার করতে আদালতের র্নিদেশ বাংলাদেশি দক্ষ কর্মী চায় ইউরোপ, প্রশিক্ষণে টাকা দেবে ইইউ জুলাই-আগস্টে কারাগার থেকে পালানো ৭০০ বন্দিকে এখনো ধরা যায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর: দুদক

বাংলাদেশের হয়ে খেলতে চান দিয়াবাতে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩১ মে, ২০২৩

মোহামেডানের বিদেশী খেলোয়ার সোলেমান দিয়াবাতে। ছবি : সংগৃহীত

দেশের ফুটবলে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেই পুরোনো লড়াইয়ের চিত্র এখন সুদূর অতীত। এই দুই দলের লড়াই নিয়ে এখন আর আগের মতো চা আড্ডায় তর্ক হয় না, গ্যালারিতে থাকে না দর্শকের জোয়ার। কারণ একটাই, জৌলুস হারিয়ে এখন মৃতপ্রায় দেশের ফুটবল।

অবশ্য দীর্ঘদিন পর আবাহনী এবং মোহামেডান দ্বৈরথের পুরোনো চিত্র দেখেছে ভক্তরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ মে) ফেডারেশন কাপের ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ এক ম্যাচ উপহার দিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব দুটি। যেখানে শেষ হাসি হেসেছে মোহামেডান। টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-২ ব্যবধানে পরাজিত করেছেন সাদা-কালো শিবির।

আবাহনীর বিপক্ষে মোহামেডানের এই নাটকীয় জয়ের নায়ক সোলেমান দিয়াবাতে। হ্যাটট্রিকসহ চারবার জালে বল জড়িয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ মালির এই ফুটবলার। দলকে জিতিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন দিয়াবাতে।

চ্যাম্পিয়ন হলেও ম্যাচের শুরুটা খুবই বাজে ছিল মোহামেডানের জন্য। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে দুইবার। আবহনী হয়ে একবার করে লক্ষ্যভেদ করেন ফয়সাল আহমেদ ফাহিম ও ড্যানিয়েল কলিনদ্রেস। বিরতির পর দিয়াবাতের কল্যাণে দারুণ প্রত্যাবর্তনে ম্যাচে ফেরে মোহামেডান। ৬৫ মিনিটে নাইজেরিয়ান ফুটবলার এমেকার গোলে ফের এগিয়ে যায় আবাহনী। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে মোহামেডানকে দ্বিতীয়বারের মতো সমতা ফেরান দিয়াবাতে।

নির্ধারিত সময়ের খেলা ৩-৩ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে স্পট কিক থেকে মোহামেডানকে এগিয়ে নেন দিয়াবাতে। ১১৭ মিনিটে রহমত মিয়া জালের দেখা পেলে ম্যাচে ফের আবাহনী। অবশ্য টাইব্রেকারে আর শেষ রক্ষা হয়নি দলটির। আবাহনীর দুটি শট ঠেকিয়ে দেন মোহামেডানের বদলি গোলরক্ষক আহসান হাবিব বিপু। এর মাধ্যমে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলল মোহামেডান।

ম্যাচ শেষে দিয়াবাতে বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। তারা চাইলে আমি বাংলাদেশের হয়ে খেলতে রাজি আছি। আমি সব সময় তৈরি।

তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলতে পারলে খুশি হবো। আমি নিজে থেকে পাসপোর্ট চাইব না। তারা (বাফুফে) যদি আমার কাছে আসে, তাহলে আমি এটি পেতে পারি।

শিগগিরই নিজের ছোট ভাইকে বাংলাদেশের ফুটবলে খেলাতে যাচ্ছেন দিয়াবাতে।

সম্প্রতি নাইজেরিয়ার স্ট্রাইকার এলিটা কিংসলে অনেক শর্ত সাপেক্ষে বাংলাদেশের জার্সিতে খেলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ