• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চে হামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চের গাড়ি বহরে সোমবার (৫ জুন) সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় রোডমার্চের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে গণতন্ত্র মঞ্চের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর তৎক্ষণাৎ বগুড়া প্রেসক্লাবে মঞ্চের নেতারা সংবাদ সম্মেলনে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে গত ৪ জুন এই রোডমার্চ শুরু হয়।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা গণসংহতির সমন্বয়ক জোনায়েদ সাকী অভিযোগ করেন, বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মধ্য দিয়ে বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার জয়পুরপাড়া রাস্তার মোড়ে পথসভা করেন তারা। সমাবেশ শেষে বগুড়া শহরে যাওয়ার পথে রোডমার্চের গাড়ি বহরে লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে হামলা করা করা হয়। স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এ সময় পুলিশের অসহযোগিতার অভিযোগও করেন জোনায়েদ সাকী।

সংবাদ সম্মেলনে মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হকসহ অন্যান্য কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।

হামলার পেছনে স্থানীয় আওয়ামী লীগের হাত রয়েছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক সংবাদমাধ্যমকে জানান, সন্ধ্যায় বগুড়ার মোকামতলায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চের সমাবেশ শেষে গাড়ি বহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক আইয়ুব আলী, শ্রমিক সংহতির ওসমান গনি ও গাড়ির ড্রাইভার শাখাওয়াত এতে আহত হয়েছেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল ও অন্যরা জানান, গণতন্ত্র মঞ্চের নেতারা পথসভা শেষে বগুড়ায় ফেরার সময় মোকামতলা বন্দরে বাধার মুখে পড়লে পুলিশ তাদের গাড়িবহরকে নিরাপদে পার করে দেয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টার দিকে বগুড়া সাত রাস্তার মোড়ে আমজাদিয়া হোটেলেও গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হয়েছে।

এর আগে সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় ভিডিও কলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ বিভিন্ন নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ