• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

গোপন মনিটরিং সেল গঠন, বিএনপির কেউ ভোট দিলেই সাংগঠনিক ব্যবস্থা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুন, ২০২৩

বর্তমান সরকারের অধীন অনুষ্ঠিতব্য খুলনা সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা ভোট দেয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে খুলনা মহানগর বিএনপি। আর তা পর্যবেক্ষণের জন্য নগরীর ৩১টি ওয়ার্ডে গোপন মনিটরিং সেল গঠন করেছে দলটি।

নেতাকর্মীদের প্রতি নজরদারি করার জন্য প্রতিটি ওয়ার্ডে ২১ সদস্যের গোপন মনিটরিং সেল গঠন করা হয়েছে। ভোটের দিন দলের দায়িত্বশীল ব্যক্তি ভোট প্রদান করলে মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্তদের প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবৃতিতে মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, বিগত ১৫ বছর ধরে সরকারের বিরুদ্ধে বিএনপিসহ দেশপ্রেমিক জনগণ নিরপেক্ষ সরকারের অধীন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। সরকার বিএনপির নেতাকর্মীদের হত্যা, নির্যাতন এবং প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে। এরই মধ্যে অনেক নেতাকর্মীকে গুম করে রাখা হয়েছে। এ অবস্থায় এই সরকারের অধীন কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে।

সেই ঘোষণার আলোকে খুলনা মহানগর বিএনপি সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছে। নির্বাচন বর্জন করা সত্ত্বেও দলের দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিস্বার্থ চিন্তা করে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়া নয়জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ