• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন

ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১১ জুন, ২০২৩

এশিয়ার শক্তিশালী দল ভারতকে কাঁদিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয় অস্ট্রেলিয়া। রোববার টেস্টের পঞ্চম ও শেষ দিনে ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারায় তারা।

ইংল্যান্ডের দ্য ওভালে জমজমাট ফাইনালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে অস্ট্রেলিয়ার অসাধারণ বোলিংয়ে ২৯৬ রানের বেশি করতে পারেনি ভারত। ফলে প্রথম ইনিংসে ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া।

সেখানে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অজিরা। ফলে ফাইনাল জিততে ৪৪৪ রানের বড় লক্ষ্য তাড়ায় স্কোরবোর্ডে ২৩৪ রান তুলে অলআউট হয় ভারত। এরফলে ২০৯ রানের জয়ে টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরলো অজিরা।

ফাইনালে সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৬৯ ভারত ১ম ইনিংস: ২৯৬, অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (৮৪.৩ ওভারে ২৭০/৮ ডিক্লে.) (ল্যাবুশেন ৪১, গ্রিন ২৫ ক্যারি ৬৬*, স্টার্ক ৪১, কামিন্স ৫; শামি ১৬.৩-৬-৩৯-২, সিরাজ ২০-২-৮০-১, শার্দুল ৮-১-২১-০, উমেশ ১৭-১-৫৪-২, জাদেজা ২৩-৪-৫৮-৩)

ভারত ২য় ইনিংস: ২৩৪ (রোহিত ৪৩, গিল ১৮, পুজারা ২৭, কোহলি ৪৯, রাহানে ৪৬, জাদেজা ০, ভরত ২৩, শার্দুল ০, উমেশ যাদব ০, শামি ১৩, সিরাজ ১; কামিন্স ১৩-১-৫৫-১, বোলান্ড ১৬-২-৪৬-৩, স্টার্ক ১৪-১-৭৭-২, গ্রিন ৫-০-১৩-০, লায়ন ১৫.৩-২-৪১-৪)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ