• বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন হলো যুবকের পা গ্রেপ্তার করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জরিতোদের : প্রেস সচিব লুটের জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়ে সিলেটে আটক ১৪ ড. ইউনূ একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন : মান্না ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি অস্ত্রের মুখে বান্দরবানের লামায় ৮ শ্রমিককে অপহরণ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৩০ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করায় যা বলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত চল‌তি মাসে মা‌র্কিন কর্মকর্তার সাথে ঢাকায় আসছেন মিয়ানমারের দূত যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় : ট্রাম্প

গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে রিকশাচালকের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ জুন, ২০২৩

রাজধানীর তুরাগ দিয়াবাড়ি এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে হৃদয় ওরফে জহির (২২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২) বেলা ১২টার দিকে দিয়াবাড়ি ষোলোহাটি ১০নম্বর ব্রিজ সংলগ্ন নাহিদের অটোরিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হৃদয়ের বাড়ি বরিশাল জেলায়। তার বাবার নাম মো. শহিদ সরদার।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া স্ত্রী তানজিলা আক্তার জানান, স্বামী হৃদয়কে নিয়ে ষোলোহাটি ১০নম্বর ব্রিজ সংলগ্ন মোতালেবের বাড়িতে ভাড়া থাকেন। দেড় বছর আগে প্রেমের সম্পর্কে তারা বিয়ে করেন। তিনি গৃহিণী আর হৃদয় ভাড়ায় অটোরিকশা চালাতেন।

তানজিলা জানান, বেলা ১২টার দিকে তিনি খবর পান, হৃদয় গ্যারেজে অটোরিকশা চার্জ করার সময় বিদ্যুতায়িত হয়েছেন। পরে তিনি স্থানীয় হাসপাতালে গিয়ে হৃদয়কে দেখতে পান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ