• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জি এম কাদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৮ জুন, ২০২৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এটি বারবার প্রমাণ হয়েছে। যে কয়টি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে তার কোনোটাই সঠিকভাবে হয়নি।

১৭ জুন সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলটির সাংস্কৃতিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ইচ্ছাকৃতভাবে ইভিএম ব্যবহার করে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করা হচ্ছে। অনেকে অভিযোগ করেছেন ইভিএমে কারচুপি করা হচ্ছে। বাইরে থেকে লোক এনে বুথের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন এজেন্সির লোকজন দিয়ে নির্বাচনে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, আমরা কথা দিয়েছিলাম জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সব নির্বাচনে আমরা অংশ নেব। এ জন্য আমরা এখনও নির্বাচনে আছি। এতে আমরা আমাদের শক্তি-সামর্থ মূল্যায়ন করতে পারছি। অন্যদিকে দেশবাসী দেখতে পারছে দেশের নির্বাচন ব্যবস্থা কেমন। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি বলেই ভোটাররা বলতে পারছেন যে, আমরা ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারছি না। সাধারণ মানুষ বলতে পারছেন যে, ভোটের ফলাফল গণমানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি।

জি এম কাদের আরও বলেন, দেশ ও জাতির প্রয়োজন মেটাতে রাজনীতি করছি। জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করছি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিতামূলক সরকার নিশ্চিত করা সম্ভব। সরকার জবাবদিহিতামূলক না হলে টেকসই এবং জনমুখি উন্নয়ন হয় না। লুটপাট ও টাকা পাচার বন্ধ করার জন্য জবাবদিহিতামূলক সরকার দরকার। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতেই রাজনীতি করছি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ