• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

সাংবাদিক নাদিম হত্যা মামলার ৯ আসামি রিমান্ডে

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৮ জুন, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতার ৯ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৯ আসামির মধ্যে চারজনকে ৪ দিনের রিমান্ড, আর বাকি পাঁচজনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহাম্মেদ আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী।

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের পরপরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম শনিবার সকালে বাদি হয়ে বকশীগঞ্জ থানায় ২২ জন ও অজ্ঞাত আরও ২০-২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ