• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

সারিযাকান্দিতে অটোচাপায় ৪ বছরের শিশু নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে ফারহান মিয়া নামে একজন ৪ বছরের শিশু ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় নিহত হয়েছে । ফারহান উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের রবিউল হাসানের ছেলে । এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাসনাপাড়া গ্রামে সোমবার সকাল ৮ টার দিকে ফারহান তার বাবার সাথে সারিয়াকান্দি-হাসনাপাড়া সড়কের একটি দোকানে যাচ্ছিল । এ সময় পেছন দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোভ্যান তাদের ধাক্কা দিয়ে চলে যায় । ফলে ঘটনাস্থলেই ফারহান গুরুতর আঘাতপ্রাপ্ত হয় । পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে ।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, ভিক্টিমের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ