• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

জাপার মেয়র প্রার্থীসহ ২০ জনের জামানত বাজেয়াপ্ত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ জুন, ২০২৩

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর নির্বাচনের জাপা প্রার্থীসহ তিনজন মেয়র ও ১৭ জন কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ও তালোড়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত বাজেয়াপ্ত মেয়র প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা কামরুল ইসলাম রুবেল (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার (ইস্ত্রি)।

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১নং (১,২,৩) ওয়ার্ডের জিন্নাতুন বেগম রেখা (আনারস) ও ২নং (৪,৫,৬) ওয়ার্ডের মেরিনা খাতুন (অটোরিকশা)।

কাউন্সিলর পদে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন—১নং ওয়ার্ডের প্রার্থী আব্দুল মান্নান (উটপাখি), আব্দুল মান্নান প্রামানিক (পাঞ্জাবি), আয়েন আলী (টেবিল ল্যাম্প), সোলায়মান আলী সরদার (গাঁজর), শাহবাজ আরেফিন মুন্সি (ব্রিজ), ৩নং ওয়ার্ডের মোস্তফা কামাল (পানির বোতল), হাবিবুর রহমান হান্নান (ব্রিজ), ৪নং ওয়ার্ডের ফোরকান আলী প্রামানিক (ব্লাকবোর্ড), ৬নং ওয়ার্ডের আব্দুল খালেক বুলু (ডালিম), ৭নং ওয়ার্ডে এএইচএম রাশেদুল হক রতন (ব্লাক বোর্ড), এমকেএইচ তরফদার খোকন (টেবিল ল্যাম্প), আব্দুল জলিল প্রামানিক (উটপাখি), মইনুল রেজা (ডালিম), ৮নং ওয়ার্ডের আব্দুস সোবহান সুজন (পাঞ্জাবি) ও ৯নং ওয়ার্ডের কামাল হোসেন (ডালিম)।

উল্লেখ্য, গত ২১ জুন বুধবার তালোড়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থীসহ ১২ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৩৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে ১৬ হাজার ৭৬ জন ভোটারের মধ্যে ১২ হাজার ২২৮ জন ভোটার ভোট দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ