• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

ইয়াবা-হেরোইনসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

ইয়াবা ও হেরোইনসহ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু রায়হান প্রবানকে (২৭) আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়া যায়।

আটক আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি জেলার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।

অভিযান পরিচালনাকারী এসআই কানাই লাল চক্রবর্তী বলেন, মাদক কেনা-বেচা হচ্ছে। এমন গোপন সংবাদে শহরের টেংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘরে প্রবানকে পাওয়া যায়। পরে শরীর তল্লাশি করে ১০পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়ার পর প্রবানকে আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রবানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ