• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

সিনেমার কায়দায় আসামী ছিনতাই, ২ পুলিশ সদস্য আহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩
আসামী পাগলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক -সংগৃৃহীত

ময়মনসিংহের পাগলা থানা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় এসআই মদনসিং ও কনস্টেবল সোহেল আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় পাগলা পালের বাজারে এ ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া আসামির নাম নবী হোসেন। তিনি পাগলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্ট চলছে বলে জানিয়েছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সজীব রহমান। তিনি বলেন, ‘নবী হোসেনকে গ্রেপ্তারের পর পালের বাজারে তার সমর্থকরা পুলিশকে ঘেড়াও করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আসামি ছিনিয়ে নেয়। এ সময় দুই পুলিশ আহত হন।’

 

এছাড়া নবী হোসেনের নামে পাগলা থানায় চারটি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ