এবার নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ এবং ইরানকে আমন্ত্রণ জানাবে না নোবেল ফাউন্ডেশন। ব্যাপক সমালোচনার পর সিদ্ধান্ত রিভিউ করে তারা এমন সিদ্ধান্তে এসেছে বলে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনে মস্কোর আগ্রাসনের কারণে গত বছর রাশিয়ার রাষ্ট্রদূত এবং তার মিত্র বেলারুশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানায়নি নোবেল ফাউন্ডেশন। বৃহস্পতিবার তারা বলেছে, নোবেল পুরস্কার পায়নি এমন দেশ এবং ইরানের রাষ্ট্রদূতদের ডিসেম্বরের পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে। এ ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে সুইডেনের বেশ কিছু রাজনৈতিক দল ওই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয়। ফলে সিদ্ধান্ত পর্যালোচনা করে শনিবার আবার বিবৃতি দেয় নোবেল ফাউন্ডেশন। তাতে তারা বলে, আমরা সুইডেনের কঠোর প্রতিক্রিয়ার বিষয়টি স্বীকার করি। ফলে আমরা স্টকহোমে পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, অক্টোবরের শুরুর দিকে ঘোষণা করা হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। প্রতি বছর ৬টি বিষয়ের ওপর দেয়া হয় এই পুরস্কার।