• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে প্রবাসী আয় এলো ২০৪৪৭ কোটি টাকা ২৫ দিনে অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা বাধ্যতামূলক করতে ড্রোনের নিবন্ধন, বাতিল হচ্ছে আগের নীতিমালা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: আমীর খসরু চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয় চিত্রনায়িকা পরীকে গ্রেফতার করতে আদালতের র্নিদেশ বাংলাদেশি দক্ষ কর্মী চায় ইউরোপ, প্রশিক্ষণে টাকা দেবে ইইউ জুলাই-আগস্টে কারাগার থেকে পালানো ৭০০ বন্দিকে এখনো ধরা যায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর: দুদক

পানিতে ডুবে গেছে ‘সিম্বল অব রাঙামাটি’

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি পর্যটন নগরী রাঙামাটির ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় সেতুটি ডুবে গেছে। সেতুটি তৈরি করার সময় কাপ্তাই হ্রদের রুল কার্ভ মেনে তৈরি না করায় প্রতি বছর বর্ষা মৌসুম শেষে কাপ্তাই হৃদের পানি বৃদ্ধি পেলে ডুবে যায় সেতুটি।

রাঙামাটির পর্যটন শিল্পের আইকন খ্যাত ঝুলন্ত সেতুটি হ্রদের পানিতে তলিয়ে গেলে সেতু সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং পর্যটকদের নানা সমস্যায় পড়তে হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হ্রদের পানি উঠে ডুবে গেছে সেতুর পাটাতন। অনেক জায়গায় ভেঙে গেছে পাটাতনের কাঠ। পানিতে ডুবতে থাকা ভাঙা পাটাতন দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন পর্যটকরা। অনেকে সেতুর দড়ি ধরে পার হচ্ছেন পানি উঠে যাওয়া পাটাতনের অংশগুলো দিয়ে। এতে একদিকে যেমন ঝুঁকি বাড়ছে চলাচলকারীদের, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেতুর কাঠামোর।

কুমিল্লার দাউদকান্দি থেকে বেড়াতে আসা পর্যটক নুরুল হুদা বলেন, আগে আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে আসলে এই রকম ঘটনার মুখোমুখি হতে হয়নি। বর্তমানের পরিবেশ নিয়ে অনেক পর্যটকের অভিযোগ রয়েছে। আমি কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতে চাই, এই ব্রিজটি সংস্কারের মাধ্যমে আরও উপরে উঠানো হোক। তাতে ব্রিজটি ডুবেও যাবে না এবং বেড়াতে আসা পর্যটকদের হতাশও হতে হবে না।

পর্যটক মোনালিসা বর্মন বলেন, আমরা পরিবার নিয়ে বেড়াতে এসেছি। ঝুলন্ত ব্রিজে এসে আমরা সত্যিই হতাশ হয়েছি। কারণ ব্রিজে ইতোমধ্যেই ব্রিজে পানি উঠে গেছে। আর দু-একদিন পর যারা বেড়াতে আসবে তাদের হতাশ হয়ে ঝুলন্ত ব্রিজ ভ্রমণ না করেই ফিরে যেতে হবে। অথচ এই ব্রিজটিই রাঙামাটিকে রিপ্রেজেন্ট করে।

পানি উঠে সেতু ডুবে গিয়ে পর্যটক সমাগম বন্ধ হয়ে গেলে পর্যটকদের হতাশার পাশাপাশি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে ঝুলন্ত ব্রিজ সংশ্লিষ্ট পর্যটকনির্ভর ব্যবসায়ীরা।

ট্যুরিস্ট বোট চালক আবদুল মান্নান বলেন, আমরা যারা বোট চালাই আমাদের ব্যবসাটা সম্পূর্ণভাবে পর্যটকদের ওপর নির্ভরশীল। ব্রিজ ডুবে গেলে আর পর্যটক আসবে না, তাতে করে আমাদের চরম ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হতে হবে। এই সমস্যা নিরসনে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

রাঙামাটি ট্যুারিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি ও পর্যটক ঘাটের ইজারাদার রমজান আলী বলেন, এই বর্ষায় রাঙামাটিতে আশানুরুপ পর্যটক সমাগম হয়নি। তার ওপর ব্রিজে পানি উঠে ডুবে গেছে। আপাতত ব্রিজে পর্যটক ওঠা নিষিদ্ধ করেছে পর্যটন কর্পোরেশন। আমরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লাম।

ঝুলন্ত ব্রিজ সংলগ্ন পার্কে স্থানীয় পাহাড়ি পণ্য বিক্রেতা বিবেক মারমা বলেন, প্রতি বছর বর্ষা আসলে অথবা বর্ষার শেষে ব্রিজটি ডুবে যায়। আমাদের ব্যবসাগুলো ট্যুরিস্টদের ওপর নির্ভরশীল। এমনিতে এই বছর আমরা তেমন ব্যবসা করতে পারিনি। এখন যদি আবার পর্যটক আসা বন্ধ হয়ে যায় তবে তা আমাদের জন্য খুবই ভয়ানক হবে।

ব্রিজ ডুবে যাওয়ার খবরে ইতোমধ্যেই কমতে শুরু করেছে পর্যটক সমাগম। যারা আসছেন তারাও জানাচ্ছেন তাদের হতাশার কথা।

এ ব্যাপারে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙামাটির ব্যবস্থাপক অলক বিকাশ চাকমা বলেন, ব্রিজে পানি উঠাতে আমরা আপাতত পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছি। আশা করছি দু-একদিনের মধ্যে পানি কমে যাবে। তখন আমরা আবার পর্যটকদের জন্য ব্রিজ উন্মুক্ত করে দেব।

পর্যটক সমাগম কমে গেলে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনাকে নাকচ করে তিনি বলেন, যেহেতু বর্ষা মৌসুম শেষ হয়ে গিয়েছে এবং কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্লুইস গেটগুলো খোলা আছে তাই আমরা আশা করছি অচিরেই পানি কমে যাবে এবং পর্যটন সংশ্লিষ্ট কাউকেই ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ