• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে প্রবাসী আয় এলো ২০৪৪৭ কোটি টাকা ২৫ দিনে অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা বাধ্যতামূলক করতে ড্রোনের নিবন্ধন, বাতিল হচ্ছে আগের নীতিমালা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: আমীর খসরু চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয় চিত্রনায়িকা পরীকে গ্রেফতার করতে আদালতের র্নিদেশ বাংলাদেশি দক্ষ কর্মী চায় ইউরোপ, প্রশিক্ষণে টাকা দেবে ইইউ জুলাই-আগস্টে কারাগার থেকে পালানো ৭০০ বন্দিকে এখনো ধরা যায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর: দুদক

ফের চলন্ত তাকওয়া মিনিবাস থেকে ফেলে নারীকে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে ফেলে নারী পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এমসিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই হেলপার ও বাসসহ চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ওই (তাকওয়া পরিবহন) পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

নিহত ওই নারী পোশাক শ্রমিকের নাম চম্পা রানী বেগম (৩২)। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী। তিনি শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি ছাপিলা পাড়া এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক ছিলেন। রাতে এক আত্মীয়ের বাসা থেকে বেড়ানো শেষে ফেরার সময় তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জৈনা বাজার এলাকা থেকে ছেড়ে আসা তাকওয়া পরিবহনের একটি মিনিবাস এমসিবাজারের কাছাকাছি পৌঁছার পর কথাকাটাকাটির জেরে চলন্ত বাস থেকে ওই নারীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখানে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তারা আরও জানান, নারীকে ফেলে দিয়ে হেলপার ও চালক দ্রুত বাস নিয়ে পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেও দুই মাস আগেও শহিদুল ইসলাম নামে এক পোশাক শ্রমিককে তাকওয়া মিনিবাস থেকে ফেলে হত্যা করে । এ সময় তার সাথে থাকা স্ত্রী গুরুতর আহত হয়ে অল্পের জন্য বেঁচে যায়। এ পথে বেশ কবার তাকওয়া পরিবহনে নারী ধর্ষণের ঘটনাও ঘটেছে। তাদের দাবি তাকওয়া পরিবহনের মিনিবাস নিয়মিত নানা অপরাধ কর্মকাণ্ড করলেও পুলিশ কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়না। এই সুযোগে তারা বেপরোয়া অপরাধ করে যাচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস জানান দুর্ঘটনা ঘটানো পরিবহনের ওই বাসসহ চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তেজিত জনতা বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে যানচলাচল স্বাভাবিক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ