• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১০ অপরাহ্ন

গজারিয়ায় বালু ভরাটকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
সংঘর্ষে আহ একজন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় কনকর্ড গ্রুপ অব ইন্ডাস্ট্রির জায়গায় বালু ভরাটকে কেন্দ্র করে ভবেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় কনকর্ড গ্রুপ অব ইন্ডাস্ট্রির জায়গায় গত মঙ্গলবার বালু ভরাট করতে যায় ভবেরচর ইউপি চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন তার অনুসারীরা। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের অনুসারীরা তাদের বাধা দেন। এ নিয়ে গতকাল দিনভর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছিল।

আজ দুপুর পৌনে একটার দিকে শাহ আলমের অনুসারীরা আনারপুরা স্ট্যান্ডে জমায়েত হতে থাকেন। তখন ইউপি চেয়ারম্যান লিটনের অনুসারীরা দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে শাহ আলমের চাচাতো ভাই মো. ফয়সাল (৩২), হোসেন (৩৫) ও মো. খোকন (৪৫) রক্তাক্ত জখম হন। অপর দিকে ইউপি চেয়ারম্যান লিটনের অনুসারী মো. মশিউর (২৩), লিমন (২২) ও শাওন (২০) আহত হন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রকিবুল হাসান জানান, সংঘর্ষে আহত ৬ জন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম বলেন, কোম্পানি যে জায়গাতে বালু ভরাট করতে চাচ্ছে, সেখানে একাধিক মানুষের জায়গা রয়েছে। যারা জমি বিক্রি করেনি এবং সড়ক ও জনপথের জায়গাও রয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো আমার কাছে আশ্রয় চাওয়ায় সেখানে বাধা দিতে গেছিলাম।

এ বিষয়ে ভবেরচর ইউপি চেয়ারম্যান সাহিদ মো. লিটন জানান, বালু ভরাট কাজের কার্যাদেশপ্রাপ্ত ব্রাদার্স ইউনিটির মালিক মারুফ তার অনুসারী। গত কয়েকদিন যাবৎ শাহ আলম মারুফের কাছে চাঁদা দাবি করে আসছিল। আজ বালু ভরাট স্থানে গিয়ে চাঁদা দাবি করায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও কোনো অভিযোগ পাননি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ