• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

ভেজাল সয়াবিন তেল বাজারজাতের সময় গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিভিন্ন নকল মোড়কে ভেজাল সয়াবিন তেল বাজারজাত করার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় গোডাউন থেকে ২ হাজার ৬৬১ লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালারপোল স্কুলের পূর্ব পাশে শাহ্ অহিদিয়া দরবার মার্কেট থেকে এসব তেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো.আলমগীর (৩৬),সাইফুল ইসলাম হৃদয় (১৮) ও মো.শাকিল (১৮)।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) তাপস কর্মকার জানান,দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ভেজাল তেল বাজারজাত করে আসছিল তারা। গোপন সংবাদ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সয়াবিন তেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান,বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আয়ান ফর্টিফাইড সুপার পাম অলিন ও এস জালাল সয়াবিন তেল নামে স্টিকার লাগিয়ে এসব তেল বাজারজাত ও বিক্রয় করে আসছে চক্রটি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ তেলসহ আসামিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন,বুধবার (আজ) দুপুরে গ্রেপ্তারকৃতদের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ